কমিউনিটি নিউজ

খন্দকার সিপার আহমদ ২২ সেপ্টেম্বর লণ্ডন আসছেন

লণ্ডন, ১৪ সেপ্টেম্বর : সিপার এয়ার সার্ভিস, সিপার এয়ারপোর্ট সার্ভিস (এম জি এ), সিপার হজ্জ এণ্ড ওমরাহ গ্রুপের সিইও, দিসিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সাবেকপরিচালক খন্দকার সিপার আহমদ সংক্ষিপ্ত সফরে ২২ সেপ্টেম্বর, শুক্রবার লণ্ডন আসছেন। লণ্ডন অবস্থানকালীন তাঁর সাথেযোগাযোগের ফোন – ০৭৫০৮৫৪৯৬৮২; +৮৮০১৯৭১৯৯৫২৫২। লণ্ডনে অবস্থানকালীন সময়ে তিনি ব্যবসায়ী, সাংবাদিকসহসুধীজনের সাথে দেখা ও মতবিনিময় করবেন এবং ৭ অক্টোবর তাঁর সিলেট ফিরে যাবার কথা রয়েছে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close