কমিউনিটি নিউজ

শামসুজ্জামান চৌধুরীর ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক প্রকাশ

লণ্ডন, ৫ জুন : বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন রুরাল ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (আরডিএফ) গ্লোবাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখা। শাখার পক্ষ থেকে সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ এই শোকবার্তা প্রদান করা হয়। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা সহ আর্ত-পীড়িত মানুষের জন্য সহায়তামূলক বহুমুখী কার্যক্রম পরিচালনা করে গেছেন।তার ইন্তেকালে কমিউনিটির মানুষজন দরদী একজন অভিভাবককে হারালো। শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close