কমিউনিটি নিউজ

বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মিয়া মনিরুল আলমের ইন্তেকাল

॥ সুরমা প্রতিবেদন ॥

লণ্ডন, ২৩ জুলাই : বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী আলহাজ্ব মিয়া মনিরুলআলম আর নেই। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। ২৩ জুলাই, রবিবার বিকাল ৬টায় লণ্ডনের গাইজ হাসপাতালে তিনিইন্তেকাল করেন।

সজ্জন, সদালাপী ও সমাজ হিতৈষী হিসেবে সুপরিচিত মিয়া মনিরুল আলম কমিউনিটি কাজে সবসময় সামনের কাতারেছিলেন। বেশ কয়েক বছর অসুস্থ থাকার হঠাৎ তাঁর মৃত্যুর সংবাদে বিলেতের বাংলাদেশী কমিউনিটতে গভীর শোকের ছায়া নেমেএসেছে। স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শোক জানাচ্ছেন কমিউনিটির মানুষজন। 

উল্লেখ্য, মিয়া মনিরুল আলম জীবদ্দশায় সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশিসমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের দীর্ঘ কালের সভাপতি, ফক্সটনমসজিদের অন্যতম প্রতিষ্ঠা। এছাড়া তিনি সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্তসভাপতি হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। 

মিয়া মনিরুল আলম কেন্টের ফক্সটনে বসবাস করতেন। মরহুমের গ্রামের বাড়ী ছিল মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close