নিউজ

হাসিনা সরকারে চরম অস্থিরতা-গোয়েন্দা সংস্থাগুলোতে পরিবর্তনের আভাস 

সুরমা প্রতিবেদন।। দুটি গোয়েন্দা সংস্থাসহ বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর শীর্ষপদে পরিবর্তন হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর থেকে শেখ হাসিনা সরকারের মধ্যে অস্থিরতার জের ধরেই এই পরিবর্তন হতে যাচ্ছে বলে জানা গেছে। ঢাকা থেকে অসমর্থিত সূত্রের উদ্ধতি দিয়ে এই তথ্য জানিয়েছেন আমাদের একজন সহকর্মী।

সূত্রমতে, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান হতে যাচ্ছেন, মেজর জেনারেল জহিরুল ইসলাম (১৯ বিএমএ লং কোর্স),  জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের প্রধান হতে পারেন ১৮ লং কোর্সের মেজর জেনারেল মুজিবুর রহমান।এদিকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের প্রধান পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে মেজর জেনারেল খালেদ আল মামুনের। ২১ লং কোর্সের বহুল এই কর্মকর্তা নানা কারণে বহুল আলোচিত ও সমালোচিত, শেখ হাসিনার অত্যন্ত নির্ভরযোগ্য ও একান্ত বিশ্বস্ত হিসেবে সুপরিচিত।

এই তিনটি সংস্থার বর্তমান হচ্ছেন, এনএসআই- টিম এম জুবায়ের, ডিজিএফআই -মে. জে. হামিদুল হক ও  এসএসএফ- মে. জে. মুজিবুর রহমান। 

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close