কমিউনিটি নিউজ

বিএসকে ইউকে’র আয়োজনে ইলফোর্ডে অনুষ্ঠিত হলো মাতৃভাষা পথউৎসব

ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকে’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বৈচিত্র্যপূর্ণ পথউৎসব।

রবিবার ইলফোর্ড টাউন সেন্টারে আয়োজিত উন্মুক্ত এই উৎসবে পথচারীসহ রেডব্রিজের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীপেশা ও বয়সের মানুষ জড়ো হন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর থাবাথুরায় জয়ারঞ্জন, বিএসকে ইউকে’র চেয়ার এস এম জাকির হোসেন, ইলফোর্ড টাউন ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দা সায়মা আহমেদসহ বারার স্থানীয় কাউন্সিলর ও অধিবাসীগণ।

রেডব্রিজ মেয়র তাঁর বক্তৃতায় বলেন, বহুভাষা ও নানা জাতিগোষ্ঠির সাংস্কৃতিক ঐতিহ্য বৃটেনকে সমৃদ্ধ করেছে। কাজেই সাংস্কৃতিক চেতনার উন্মেষ ও বিকাশে মাতৃভাষার চর্চা খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, হিন্দী, টার্কিশ, তামিল, ফরাসীসহ বিভিন্ন ভাষায় গান পরিবেশন করেন উৎসবে অংশ নেয়া বিভিন্ন জাতি ও বর্ণের মানুষ।

দিনব্যাপী এই উৎসবে শিশু-কিশোররা বড়ো ক্যানভাসে নিজেদের ভাষায় বর্ণমালা সাজিয়ে এবং ছবি এঁকে মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close