বাংলাদেশের বাহিরে প্রথম নির্মিত ওল্ডহামস্থ শহীদ মিনারে বাংলাদেশীদের শ্রদ্ধাঞ্জলি

বিপুল বাংলাদেশী অধ্যুষিত ওল্ডহামে যথাযোগ্য মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করাহয়েছে। বাংলাদেশের বাহিরে প্রথম নির্মিত ওল্ডহামস্থ শহীদ মিনারে স্থানীয়সহ নর্থ-ওয়েস্টের বিভিন্ন শহর থেকে আগতবাংলাদেশী কমিউনিটির লোকজন ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে তা উদযাপন করেন।
ভাষা দিবসের কর্মসূচির অংশ হিসেবে নর্থওয়েস্টের বিভিন্ন শহর থেকে নবীন প্রবীণের সমন্বয়ে সকাল ১০ ঘটিকায় প্রভাতফেরীশুরু হয়। অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি?” সমবেত কণ্ঠে গেয়েশহীদ মিনারের পাদদেশে এসে পুষ্পস্তবক অর্পন করেন উপস্থিত বাংলাদেশী কমিউনিটির লোকজন।
যুক্তরাজ্যের সুপরিচিত নাট্যকার সিতু চৌধুরীর উপস্থাপনায় বাংলাদেশের বাহিরে নির্মিত প্রথম শহীদ মিনারের স্বপ্নদ্রষ্টা ও প্রধানউদ্যোক্তা আব্দুল মালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এতে কবিতা আবৃতি করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক-কবি সালাউদ্দিন তালুকদার সুমন, নাট্যাভিনেতা ও এলসিবি ডাইরেক্টর জাবেদ ইকবাল মজুমদার, কবি ও সাংবাদিক নুরুলইসলাম সোহাগ, কবি ও সাংবাদিক অধ্যাপক নুরুজ্জামান মনি, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক সৈয়দ মাহবুবুর রহমান, নাঈমওসমান, পিবিটিভি উপস্থাপক তকলিছ মিয়া, প্রবাস দর্পণ সম্পাদক রুপচাঁদ দাস রুপক, গোলাম মওলা, আলমগীর হুসেইন, সিরাজুল ইসলাম, আকিকুর রহমান রাজন, লিয়াকত মিয়া, সাদিকুর রহমান, ম আ মস্তাক, এনামুল ইসলাম খান মুহিত, সাদরুল আলম, জামান আহমেদ, সৈয়দ রাসেল প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী নুরুজ্জামান আহমেদ ও লুৎফুররহমান। — প্রেস বিজ্ঞপ্তি।