কমিউনিটি নিউজ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাজ্য কৃষকলীগের প্রস্তুতি সভা

লণ্ডন, ৩ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে লক্ষ বাঙালির পক্ষ থেকে যুক্তরাজ্য কৃষকলীগ এক প্রস্তুতি সভার আয়োজন করে। আগামী ৭ মে’র জনসভা সফল করতে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিদিনকার সাংগঠনিক প্রস্তুতি হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সংগঠনের সভাপতি সৈয়দ তারেক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিযয়ক সম্পাদক মো. তারিফ আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লণ্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ, লণ্ডন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, লণ্ডন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পীর সৈয়দ কুতুব উদ্দীন বখতিয়ার, যুক্তরাজ্য যুবলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুক্তরাজ্য কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আলী, তহুর আলী, শামীম আহমদ, আব্দুল কাদির, আনোয়ার মিয়া নামোয়ার, মহিবুর রহমান প্রমুখ।
– প্রেস বিজ্ঞপ্তি।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close