নিউজ

চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়ে বিলেতের ছড়াকার সৈয়দ হিলাল সাইফের অংশগ্রহণ

সুরমা রিপোর্ট
লণ্ডন, ১১ ডিসেম্বর – ঢাকার চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসব উপলক্ষে শিশুসাহিত্য প্রকাশনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আলোচক হিসেবে অংশ নেন বিলেতের সুপরিচিত ছড়াকার-কবি সৈয়দ হিলাল সাইফ। গত ৭ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এই উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গের শিশুসাহিত্যিক সুনির্মল চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথাসাহিত্যিক জাকির তালুকদার, পশ্চিম বঙ্গের প্রকাশক ও শিশুসাহিত্যিক রূপা মজুমদার।আলোচ্য বিষয়, শিশুসাহিত্য প্রকাশনা।আলোচক হিসেবে ছিলেন শিশুসাহিত্যক রফিকুর রশিদ ও যুক্তরাজ্য অধিবাসী শিশুসাহিত্যিক সৈয়দ হিলাল সাইফ। অনুষ্ঠানে দুই বাংলার প্রখ্যাত শিশুসিহিত্যিকসহ অসংখ্য কবি, ছড়াকার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন শিশুসাহিত্যিক ও ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল, ইমন শাহ্‌, কাজী শাহেদ বিন জাফর সাংবাদিক শামীম আহমদ, কয়েস মাহদী, মো. আব্দুস শহিদ, ছড়াকার বিদ্যুত রঞ্জন দেবনাথ, মীম জুবায়ের প্রমুখ।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close