নিউজফটোকার্টুনহোম
শিল্পীরা “তুই ছাত্র খুনী” গ্রাফিটি ঢাকার রাস্তায় এঁকে দেয়
ঢাকা অফিস।। ঢাকায় শিল্পীরা “তুই ছাত্র খুনী” এই শিরোনামে অসংখ্য প্ল্যাকার্ড নিয়ে সমাবেশ ও বিক্ষোভ করে। পুলিশ জিরো পয়েন্টে শিল্পীদের আটকে দিলে সেখানে তারা। শিল্পীরা গান গেয়ে তাদের প্রতিবাদ জানায়। শিল্পীরা “তুই ছাত্র খুনী” গ্রাফিটি ঢাকার রাস্তায় এঁকে দেয়। এই এক অভিনব কায়দায় প্রতিবাদ।
“তুই ছাত্র খুনী” কার্টুনটি ৭১ সালে শিল্পী কামরুল হাসানের ইয়াহিয়া খানের দানব চিত্রায়নের আলোকে পুনঃচিত্রণ করা হয়েছে। এই কার্টুনটি চলতি বছরের সবচেয়ে বেশি জনপ্রিয় কার্টুন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। মঙ্গলবার ঢাকায় শিল্পীদের সমাবেশে এই কার্টুনের প্ল্যাকার্ড ও পুলিশ আটকে দেয়ার পর রাস্তায় গ্রাফিটি আকায় ব্যবহার করায় একটা নতুন মাত্রা সংযোজিত হলো।