নিউজ
মুসলিম কমিউনিটি বেক্সলির উদ্যোগে কেন্টের ঐতিহ্যবাহী ড্যানসন পার্কে ঈদ জামাত অনুষ্ঠিত
॥ রুপি আমিন ॥
খোলা মাঠে এবারের ঈদুল আযহা উদযাপনের আনন্দ উপভোগ করেছেন কেন্টের মুসলিম কমিউনিটির লোকজন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই জামাতে বেক্সলিহিথসহ, ডার্টফোর্ড, সিটকাপ এবং ওয়েলিংয়ে বসবাসরত মুসলিম কমিউনিটি লোকজন বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই জামাতে অংশগ্রহণ করেন।
ঈদ জামাতের শুরুতে উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও স্বাগত জানান কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুর রহমান, মনোয়ার হোসেন, আব্দুস জব্বার , আসীম সিদ্দিক ও আহমেদ ইব্রাহিম। দ্বিতীয়বারের মতো খোলা মাঠে অনুষ্ঠিয় এই ঈদ জামাতের সাফল্যে তারা আগামীতে আরও বড় পরিসরে ঈদের জামাত আয়োজনের কথা জানান।
খোলা মাঠের এই ঈদ জামাতে স্থানীয় এমপি ও বেকসলি কাউন্সিলের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। এ সময় তারা এ ধরনের আয়োজনে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।