ফুটফুটে সুন্দর….

।। আরিক শামস।।
একি বলছে আমেরিকা প্রবাসী জয়ের মা!
আমেরিকা না গেলে কিছু যায় আসে না।
কাউকে সেখানে যেতে ওরা করেনি বারণ,
তাহলে বুবুর এই হঠাৎ গোস্বার কি কারণ?
ওরা বলেছে শুধু সঠিক নির্বাচনটা করতে,
ভবিষ্যতে ভিসা দেওয়া হবে শুধু সেই শর্তে।
শুনে বুবুর মাথায় পড়েছে ইয়াব্বড় বাজ
কান পাতলেই শুনে পতনের আওয়াজ।
সঠিক নির্বাচনে কুত্তাও দেবে না ভোট
দেশপ্রেমিকেরা সব আজ হয়েছে এক জোট।
এতো দিলো ! তবু কাছে আর নেই মোদি-
ভারতে টলোমলো তার নিজেরই গদি।
থাকতো যদি আজ তার প্রিয় ট্রাম্প ভাই,
‘চিন্তা করো না হাসু তোমাকেই আমরা চাই’।
হাসু জানে তার পাপের কোন ক্ষমা নেই,
সঠিক নির্বাচন তাই দেবে না কিছুতেই।
খ্যাপা কুকুরের মত করে ঘেউ ঘেউ, মুখ লাগামহীন,
বুঝতে পেরেছে শেষ হয়েছে অবাধ সুখের দিন,
নিরীহ রক্তে দিনে দিনে বেড়েছে বহু দেনা,
এই সুযোগে পল্টি মারছে পুলিশ আমলা সেনা।
এসব দেখে হাসে পাড়ার ছোট ছোট পোলাপান, হাজার কন্ঠে গাইতে থাকে সমবেত গান ‘কুত্তার বাচ্চা… ফুটফুটে সুন্দর’…. ……’কুত্তার বাচ্চা… ফুটফুটে সুন্দর’…
তোমার কপালে কি আছে হাসু বুবু জানো?
গদি তো যাবেই!
সাথে যাবে তোমার সবই!!