২১ আগস্ট ইস্টহ্যাণ্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট

লণ্ডন,১৭ আগস্ট:বাংলাদেশের বিশেষ প্রয়োজন শিশুদের (দরিদ্র, অন্ধ,বধির ও মূক শিশু) জন্য তহবিল সংগ্রহের জন্য একটি চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি।
আগামী ২১শে আগস্ট (রবিবার) রেডব্রিজ স্পোর্টস সেন্টারে এই চ্যারিটি টুর্নামেন্ট চলবে সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টাপর্যন্ত।
সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৫টা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত ৮টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিতহবে।
এব্যাপারে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান,বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিন বলেন,A, B,C,D ব্যাডমিন্টন গ্রুপ ছাড়াও,কমিউনিটি সেলিব্রিটি এবংসাংবাদিকদের জন্য একটি বিশেষ 50+ গ্রুপ থাকবে।
যারা আসন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী,তাদেরকে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাব ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের নির্বাহী সদস্যদের সাথে অথবা পূর্বলন্ডনের ম্যানি রেস্টুরেন্টের পরিচালক মাহিদুল ইসলাম চৌধুরী এর সাথে যোগাযোগকরার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই টুর্নামেন্টে সারা যুক্তরাজ্য থেকে দুই শতাধিক খেলোয়াড় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।এত বড়ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখার জন্য সবাইকে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির পক্ষ থেকে আমন্ত্রণও জানাচ্ছি।-প্রেস বিজ্ঞপ্তি।