কমিউনিটি নিউজ

সুইডেন বিএনপির নব গঠিত কমিটির প্রতি লণ্ডন মহানগর বিএনপির অভিনন্দন

৮ জুলাই : সুইডেন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি লণ্ডন মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী। সুইডেন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

এক বিবৃতিতে ড. তারেক মাহফুজ কে আহ্বায়ক ও রেজাউল করিম শিশির কে সদস্য সচিব করে ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্র ঘোষিত নির্ধারিত সময়ে একটি সার্থক কাউন্সিল উপহার দিতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে এই আহ্বায়ক কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠায় ও বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদী সরকারের কারাগার থেকে মুক্ত করতে প্রবাসে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। সুইডেন বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close