লণ্ডনে জাবি’র প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্বাধীনতা দিবস উদযাপন
লণ্ডন, ২৯ মার্চ : বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭শে মার্চ রবিবার পূর্ব লন্ডনের মেনর পার্কের একটি হলে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা জাহানারা আখতার শিমলার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জুয়াকের ভারপ্রাপ্ত সভাপতি, বিবিসির খ্যাতিমান সাংবাদিক মাসুদ হাসান খান। স্বাধীনতার ৫১ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন শামসুন নাহার রুমা, জুবায়ের বাবু, ফারুক খান, সাহিত্য পাল ও রেজাউল করিম রাজু ।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর বিশেষ বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠানে জুয়াকের সাধারণ সম্পাদক ফারুক খান আগামী ১৬ এবং ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের ১১টি উপকমিটির ১১জন আহ্ববায়কদের পরিচয় করিয়ে দেন। নৈশভোজের পর পর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত দেশাত্মবোধক গানের পর পর নতুন প্রজন্মের মাহমিতার কবিতা, অপার, মাহাদির, সেবুলি ও স্যাম এর মনোমুগ্ধকর পরিবেশনার পর গানে গানে মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের ২৯ ব্যাচের ছাত্র তারেক এবং অতিথি শিল্পী সাজ্জাদ হোসাইন । জাকির হোসাইন, রোজিনা হাফিজ, মিশকাত চৌধুরী, সামিনা আখতার কাঞ্চি, সৈয়দ ইনান, তুষার আহমেদ ও তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুকুল, শম্পা, জান্নাতুল ফেরদৌস লিজা, আশিক জামান, শাহাদাত হোসাইন, রানু নূর, রেজোয়ানা শবনম সহ প্রায় অর্ধশত প্রাক্তন ছাত্র ছাত্রী। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব, চলচ্চিত্র নির্মাতা জুবায়ের বাবু, যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের আগামী ১৬ এবং ১৭ই জুলাই, লন্ডনে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদানের উদার্ত আহবান জানান।