বিশিষ্ট ক্যাটারার ও কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াফর আলীর ইন্তেকাল, দাফন সম্পন্ন
লণ্ডন, ৩০ জুলাই : ব্রিটিশ-বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিবিসিএ) প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনটি ব্যক্তিত্ব ইয়াফর আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। গত ২৫ জুলাই, রোববার বিকাল তিনটায় কেন্টের ট্রানব্রিজ ওয়েলসের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বৎসর। ২৮ জুলাই, বুধবার ব্রিকলেন জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে হেনল্ডের গার্ডেন অব পীস কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। করোনার বিধিনিষেধমুক্ত জানাজায় মরহুম ইয়াফর আলী দীর্ঘদিনের বিচরণক্ষেত্র ক্যাটারিং সেক্টরের বন্ধুবান্ধব ও পরিচিতসহ কমিউনটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, ইয়াফর আলী বেশ কিছুদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি কেন্টের ইডেনব্রিজ এলাকায় বাস করতেন।
বৃটেনের বাংলাদেশী কমিউনিটিতে সজ্জ্বন ও সদালাপি হিসেবে সুপরিচিত ইয়াফর আলীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন বিভিন্ন সংস্থা, সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনেকে তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বিলেতের বাংলাদেশী কমিউনিটি একজন প্রকৃত ভালো মানুষকে হারালো বলে মন্তব্য করেন।