লুটপাটের উন্নয়ন
মুক্তকথা:

আপনার শরীরে যদি টাই স্যুট থাকে আর ভেতরে ক্যান্সার বাসা বাধে তবে সেই টাই স্যুট পড়ে আপনি স্বস্তি বোধ করবেন না , ঠিক সেইভাবে ঘরের ভেতর প্রতিদিনের স্বাভাবিক খাবারের বন্দোবস্ত না থাকলে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা হয়তো বাধ্য হবেন ন্যায় অন্যায়ের তোয়াক্কা না করে খাবার জোগারের কাজে ! আর এমন অবস্হায় চকচক করা বিল্ডিংয়ে বাসকরাটাও হাস্যকর ৷ সুতরাং প্রথমেই নজর দিতে হবে কিভাবে শরীর ঠিক রেখে স্বাভাবিক পন্থায় নিজের খাবারের ব্যবস্হা করা য়ায় ৷ হাতের নাগালের মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান অথবা দ্রুত বিগবস হওয়ার দৌড়ে এগিয়ে থাকা চীন তাদের জনগনকে সমস্যা হিসেবে চিহ্নিত না করে বরং কার্যকর উপায়ে সম্পদে রুপান্তরিত করেছে — আর এই জনসংখ্যা এমনি এমনি সম্পদ হয়ে উঠেনি বরং রাষ্ট্র এবং সরকারের সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমেই তারা পরিবার , সমাজ তথা দেশের জন্যে সম্পদে পরিণত হয়েছে ৷ প্রত্যেক দেশ তার নিজের জনগনের ইচ্ছা,আগ্রহ , সাথে সাথে কর্মপরিবেশ মুল্যায়নের মাধ্যমেই তাদের জন্যে কর্মের ব্যবস্হা করে থাকে যাতে করে ভর্তুকি নয় বরং জনগন নিজেরাই নিজেদের স্বাভলম্বী করতে পারে এবং আয়ের একটা অংশ রাজস্ব দিয়ে দেশের সামগ্রিক কার্যক্রম ও উন্নয়নে অবদান রাখতে পারে ৷ দেশের অভ্যন্তরে হত্যা, গুম, ধর্ষন, রাহাজানি , স্বজনপ্রীতি, দুর্নিতি যখন মরণব্যাধি ক্যানসারের মহামারীতে রূপ নিয়েছে সেখানে আপনারা যারাই ক্ষমতায় আছেন কিংবা আসবেন আর উচ্চস্বরে সরকারে সাফল্যের গান গাইবেন সেটাতে সুর আসবেনা বরং কর্কশ শুনাবে ৷
একটা দেশ বা জাতির উন্নয়ন বলতে বড় বড় রাস্তাঘাট , আর চকচকে দালান কোটা বুঝায় না , বরং এগুলোর পাশাপাশি দেশের বৃহৎ জনগোষ্ঠির স্বাভাবিক জীবন যাপন এবং জীবন ধারনের মত কর্ম সংস্হানের সুযোগ করে দিতে না পারলে , অপশাষনমুক্ত নিরাপদ জীবন ব্যবস্হা নিশ্চিত করতে না পারলে ঐ সমস্ত বাহ্যিক উন্নয়ন প্রশ্নের মুখোমুখি হয়, অন্যদের কাছে হাসির খোরাকে পরিণত হয় এবং রাষ্ট্র ব্যবস্হাও দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ৷ সুতরাং আমাদের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি যদি আভ্যন্তরীন মানবিক উন্নয়নে নজর না দেই , হিংসা প্রতিহিংসা আর ক্ষমতার অপব্যবহারের রাজনীতি পরিত্যাগ করতে না পারি, তাহলে অচিরেই অজস্র ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই সোনার দেশটা চিল শকুনে খুবলে খাবে ৷