নিউজ

নিও ক্রিকেট ক্লাবের মৌসুমী সমাপনী ও পুরষ্কার বিতরণী

উপস্থিত সুধীবৃন্দ

লণ্ডন, ১০ জানুয়ারী – গত ৫ জানুয়ারী, রবিবার পূর্বলণ্ডনে নিও ক্রিকেট ক্লাবের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের কৃতি খেলোয়াড়দের বিশেষ পুরস্কার এবং ট্রফি প্রদান করা হয়। চলতি বছরে নিও ক্রিকেট ক্লাব এর অন্যতম সাফল্যের মধ্যে রয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন্স ডিভিশন এ চ্যাম্পিয়ন, এসেক্স কাউন্টি ক্রিকেট লীগ এ চ্যাম্পিয়ন এবং লন্ডন ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট এ রানার আপ হওয়া। পর পর ২ বছর ক্লাবের অসাধারণ সাফল্য আশায় ক্লাবের সদস্যরা বাঁধ ভাঙা উচ্ছাসে এ অনুষ্টানে তা উদযাপন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ক্লাবের ২০১৯ মৌসুমের কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসেক্স কাউন্টি ক্রিকেট লীগ এ নিও ক্রিকেট ক্লাবের অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরষ্কৃতরা হলেন- আরিফুল ইসলাম- সেরা বোলার, নাবিল চৌধুরী – সেরা ব্যাটসম্যান, আয়াজ করিম- প্লেয়ার অফ দা ইয়ার, আব্দুল বাসিত -সেরা অলরাউন্ডার, শাহরিয়ার জাহিদ – সেরা ফিল্ডার। ন্যাশনাল ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন্স ডিভিশন এ ক্লাবের অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরষ্কৃতরা হলেন- আয়াজ করিম- সেরা বোলার, আশরাফুল ইসলাম – সেরা ব্যাটসম্যান, আমিনুল ইসলাম সিহান – প্লেয়ার অফ দা ইয়ার, আশফাকুর রহমান নোবেল -সেরা অলরাউন্ডার, সাহা রিয়াদ – সেরা ফিল্ডার এবং মাহবুব চিশতীকে দেয়া হয় সেরা উইকেট কিপার এর ট্রফি। এ ছাড়াও জুয়েল রায় এবং সুমন শরীফকে দেয়া হয় লাস্ট ম্যান স্ট্যান্ড লীগের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার এর পুরস্কার। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস এর চেয়ারম্যান শহিদুল আলম রতন, ন্যাশনাল ক্রিকেট লীগ এর পরিচালক সাজিদ প্যাটেল, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট আবদুস সালাম, নিউহাম কাউন্সিলর আয়েশা চৌধুরীএমদাদ রহমান এম বি ই, ক্লাব চেয়ারম্যান মাইক উড, এসেক্স কাউন্টি বোর্ড কর্মকর্তা আরফান আকরাম, মাহবুব মোরশেদ, উসমান প্যাটেল, মিজানূর রাহমান, নাহিদ রানা, রাশেদ মোহাম্মদ, কাজী শাহীন, মঞ্জুর প্রমুখ ৷ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করেন লন্ডনের খ্যাতিমান শিল্পী সুমন শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন জিসান এবং চিশতী ক্লাব এর পক্ষে অনুষ্টানে উপস্থিত ছিলেন – আয়াজ করিম, ফাহাদ সামি, সাহা রিয়াদ, সায়েদ মাহমুদুল হাসান তারিফ, আশফাকুর নোবেল, জিসান আবেদীন, জুয়েল রায়, শেখ জাহিদ, বুলবুল কাদির, মাহবুব চিশতী, আসাদুজ্জামান হিরু, তানভীর আহমেদ, হাসান মুরাদ, সামিউল্লাহ মারুফখিল প্রমুখ।

উপস্থিত সুধীবৃন্দ
Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close