কমিউনিটি নিউজ

নেবট্রার অভিষেককে সফলে সভা অনুষ্ঠিত

নর্থ ইংল্যাণ্ড বাংলাদেশী টিভি রিপোটার্স এসোসিয়েশন’ নেবট্রার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে আগামী পনেরো অক্টোবর। আসন্ন অভিষেককে সফল করার লক্ষ্যে নেবট্রার কার্যকরী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ সেপ্টেম্বর, সোমবার ওল্ডহামের দি এম্পায়ার স্যুট ব্যাংকুয়েটিং হলে। 

নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মওদুদ আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক খালেদ আহমেদ। 

বক্তব্য রাখেন উপদেষ্টা ফারুক যোশী ও গণি চৌধুরী, সহ সভাপতি তৈয়বুর রহমান শ্যামল, কোষাধ্যক্ষ দিলওয়ার হোসাইন শিবলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিঠু, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া এবং নির্বাহী সদস্য নাজিরুল ইসলাম খান, বশীর আহমদ, আমিনুর রহমান প্রমুখ।

 

বক্তারা নেবট্রার অভিষেককে সফল ভাবে বাস্তবায়নের জন্যে বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেন। পরে উপস্থিত সবার সম্মতিতে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। 

নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সভা শেষে উপস্থিত সবাই দ্য গ্রিল রেস্টুরেন্টে এক মজাদার নৈশভোজে মিলিত হন। – প্রেস বিজ্ঞপ্তি।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close