নিউজ

ফরিদা, শ্যামল, শাহনাজের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল

ঢাকা অফিস: জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও নির্বাহী সদস্য শাহনাজ সিদ্দীকি সোমার সদস্যপদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি থেকে।

জাতীয় প্রেসক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ১৩(ক) ও ৩৪ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-গণঅভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন।

তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪-এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সভাপতি হাসান হাফিজকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্লাবের সভাপতি হাসান হাফিজ সভায় সভাপতিত্ব করেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close