সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সপরিবারে হত্যার হুমকি

সুরমা প্রতিবেদন।
লন্ডন, ২০ নভেম্বর;লন্ডন প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জনৈক জাকারিয়া তার ফেসবুক ম্যাসেঞ্জারে থেকে ভুট্টোকে এই হুমকি প্রদান করেন। অশ্লীল ভাষায় গালাগালি করে লন্ডনে তার ঠিকানা জানতে চায়। তাকে হুমকি দিয়ে বলেন, তার বংশসহ সবাইকে শেষ করে দিবে।
হুমকি প্রদানকারী মি. জাকারিয়াকে মেসেঞ্জারে ব্লক করে দিলে রিয়া, দয়াল শাহ , ইকবাল শেখ, মারুফ খান, ফিরোজ আল মুজাহিদসহ বিভিন্ন আইডি থেকে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান অব্যাহত রয়েছে আব্দুর রব ভুট্টো সুরমার বার্তা বিভাগকে জানান। এব্যাপারে তার ও তার পরিবারের নিরাপত্তা আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তিনি তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান।
উল্লেখ্য, তার বিভিন্ন রিপোর্টে ক্ষুব্ধ হয়ে গত বছর বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা দেশের বাড়ি মৌলভিবাজারে তার ভাইকে গ্রেফতার করে এবং দীর্ঘদিন কারাভোগ করেন। সেমময় থেকেই নিরাপত্তা সংস্থার নামে দেশে ও বিদেশে তার ভাই ও অন্যান্য স্বজনকে হুমকি প্রদান করে চলেছে বলেও তিনি অভিযোগ করেন।