কমিউনিটি নিউজ

টিভি 21’র আনুষ্ঠানিক যাত্রা শুরু 

লণ্ডন, ১১ নভেম্বর : সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন সম্ভাবনা ও তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কমিউনিটির উন্নয়ন, নতুন প্রজন্মকে তার শেকড়, ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে টিভি 21’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৮নভেম্বর, বুধবার গ্রেটার ম্যানচেষ্টার থেকে এর কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টিভি 21’র সকলপরিচালক ও কলাকুশলিরা  উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিভি 21’র চেয়ারম্যান এম,এ, মুকিত চৌধুরী সিতু। তিনি তাঁর বক্তব্যে টিভি21’র কর্মপরিকল্পনা সবার সামনে তুলে ধরে বলেন, টিভি 21 প্রথম ধাপে শুধুমাত্র সংবাদ পরিবেশন করবে। তবে গতানুগতিক সমবাদ পরিবেশনের উর্ধ্বে উঠে সৃজনশীল এবং আকর্ষণীয় সংবাদ পরিবেশনের মাধ্যমে টিভি 21 কে সবার কাছে জনপ্রিয়অনলাইন মিডিয়া প্লার্টফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তিনি সকলের নতুন ও অত্যাধুনিক চিন্তা এবং পরিকল্পনা সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।  

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন সিইও ও পরিচালক ইহাহিয়া কোরেশী, ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ চৌধুরীসাদি, ক্রিয়েটিভ ডাইরেক্টর মাহবুবুর রহমান, প্রধান বিপনন ও মার্কেটিং ইনচার্জ সালেহ উদ্দীন তালুকদার সুমন, হেড অফপ্রোগ্রাম ইজে স্যাম, কমিউনিটি রিলেসন্স অফিসার সাদিকুর রহমান, বার্ণলি ব্যুরো চীফ শিব্বীর আহমদ শুভ, লিভারপুল ব্যুরো চীফ মোহাম্মদ আজাদ প্রমূখ। – প্রেস বিজ্ঞপ্তি।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close