সাংবাদিকের বাড়িতে নিরাপত্তা কর্মকর্তাদের হানা
সুরমা ডেস্ক। আবারও সাপ্তাহিক সুরমা বিশেষ প্রতিনিধি ও লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টোর বাড়িতে নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা হানা দিয়েছে। সম্প্রতি দফায় দফায় এ ঘটনা ঘটেছে বলে মৌলভীবাজার থেকে তার পরিবার সদস্যরা অভিযোগ করেছেন।
সর্বশেষ মঙ্গলবার (৬জুন) এনএসআই উপ পরিচালক ফারহানের নেতৃত্বে নিরাপত্তা সংস্থার কয়েকজন কর্মকর্তা গ্রামের বাড়িতে গিয়ে আব্দুর রব ভুট্টো ও তার পরিবারের লোকজনের তথ্য জানতে চান। এতে বাড়ির লোকজন ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে তার পরিবারের কয়েকজন সদস্য অভিযোগ করেছেন। নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা পরে স্থানীয় বাজারে আওয়ামী লীগ অফিসে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন বলে জানা যায়। যুক্তরাজ্যে অবস্থানরত সাপ্তাহিক সুরমার বিশেষ প্রতিনিধি আব্দুর রব ভুট্টো বলেছেন, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও তার কারণে গত বছর তার ভাইকে মিথ্যা মামলা দিয়ে আটক ও কয়েক সপ্তাহ জেলখানায় পুরে রাখে। এছাড়া সাংবাদিকতা থেকে বিরত না হলে তার পরিবারের বিরুদ্ধে আরো মামলা ও তৎপরতা অব্যাহত রাখা হবে বলে হুমকি দেয়া হয়।