নিউজ

লন্ডনে বাগানীদের উৎসব: বিজিএস চারা মেলা  

সুরমা ডেস্ক।। গত ২৮ মে রবিবার পূর্ব লন্ডনের ফ্যায়ারলপ ওয়াটার পার্কে গ্রীন শেল্টার সোসাইটি ইউকের তত্বাবধায়নে ব্যতিক্রমী চারা মেলা  অনুষ্ঠিত হয়।

ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রায় হাজার খানেক বাগানীদের আগমনে প্রানবন্ত হয়ে উঠেছিল ফ্যায়ারলপ  ওয়াটার পার্ক প্রাঙ্গন। বিজিএস চারা মেলা শুরুর সাথে সাথে বাগানীরা তাদের নিজ হাতে উৎপাদিত চারা গ্রীন শেল্টার চ্যারিটিতে ডোনেট করেন। প্রাপ্ত চারার মধ্যে বেগুন, লাউ, মরিচ, শশা, টমেটো সহ বিভিন্ন প্রজাতির সবজী এবং হরেক রকমের ফুলের চারাও ছিল। প্রায় ১০০ বাগানীর দুই হাজারের অধিক চারা মেলা প্রাঙ্গনে জমা হয়। 

তিন শতাধিক বাগানী চারা পাওয়ার জন্য আবেদন করেন। বিজিএস এর থিম সঙ দিয়ে চারা মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন হয়। ভিজিএস সদস্যরা মেলা প্রাঙ্গণে গান ও কবিতা পরিবেশন করেন। মেলায় আগত বাগানীরা বিভিন্ন ধরনের খাবার আনেন যা অন্য বাগানীদের সাথে শেয়ার করে খাওয়ার মাধ্যমে নিজেদের মাঝে একটি সৌহার্দপূর্ন সম্পর্ক গড়ে উঠে। এছাড়া খাবারের স্টলে ছিল পান্তা- ইলিশ, বিরিয়ানী, চটপটি, ফুচকা, নুডলসসহ নানা খাবারের সমারোহ। পরে মাহবুব এন্ড কোম্পানীর সৌজন্যে কেক কাটা হয়। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার  আনোয়ার চৌধুরী উপস্হিত ছিলেন। শেষে গ্রীন শেল্টারের পক্ষ থেকে চারা ডোনারদের মাঝে সম্মাননা স্বরূপ ফুলের চারা প্রদান করা হয়।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close