নিউজ

গনতন্ত্র থেকে ফ্যাসিবাদ শীর্ষক সেমিনারে ড. তাজ হাশমী- “শুধু নির্বাচন নয়, জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন”

সুরমা প্রতিবেদন।। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে উদ্দ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি সেমিনার হলে “আট দশকের রাজনীতি ও সংস্কৃতি গনতন্ত্র থেকে ফ্যাসিবাদ” (১৯৪৭-২০২৩)শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুসলিম খান এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আরিফ আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলওয়াত করেন রফিক আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক অধ্যাপক ড তাজ হাশমী- কানাডা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু বক্কর মোল্লা- যুক্তরাজ্য, ওলী উল্লাহ নোমান – নির্বাহী সম্পাদক, দৈনিক আমার দেশ,এনবিসি ইউকের উপদেষ্টা আব্দুল্লাহ আল মুনিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. তাজ হাশমী বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়নি, হয়েছিল গৃহযুদ্ধ। আওয়ামীলীগ ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধের কোটায় লোক নিয়োগ করে মেধাবীদের অবমূল্যায়ন করেছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের ঐক্য ভাংতে আওয়ামীলীগ ষড়যন্ত্র করছে। শুধু নির্বাচন চাইলে হবে না ঐক্য একান্ত প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন।

বিশেষ অতিথি ব্যারিস্টার আবু বক্কর মোল্লা বলেন, পাকিস্তান না হলে বাংলাদেশ হতোনা। পাকিস্তানের সংস্কৃতি ছাড়া বাংলাদেশকে স্বীকার করা যাবে না। বাংলাদেশী ও পাকিস্তানি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষ শক্তি এসব বলে আওয়ামীলীগ ফ্যাসিবাদি কায়দায় ক্ষমতায় টিকে থাকতে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলে প্রচেষ্টা করতে হবে।  

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আলী হোসাইন,মো: তরিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, এনবিসি ইউকের নির্বাহী সদস্য মির্জা এনামুল হক,মো: কাওছার আহমদ চৌধুরী,মো: ইকবাল হুসেন,মো: আলম আহমদ,সুমেনা বেগম, মো:আমিনুল ইসলাম সফর, মো: ফান্টু,সাইদুজ্জামান তারেক,রায়হান আহমদ , মো: রাসেল মাহমুদ, মো:শরিফ, এনবিসি ইউকের সাবেক সভাপতি শামীমুল হক, ইআরআই সেক্রেটারী নওশিন মোস্তারি মিয়া সাহেব, মানবাধিকার কর্মী  জহির আহমদ,মিজানুর মিয়া,নাহিদ তালুকদার,আবু তালহা,এস এম রেজাউল করিম,মো: ইকবাল হুসেন,মো: জাহিদুর রহমান,মো: অহিদুল ইসলাম,মিনহাজ আহমদ,ফখরুল মিয়া ।

সভায় উপস্হিত ছিলেন এনবিসি ইউকের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মুকুল,মো: আবু তাহের,মো: সৈয়দুল ইসলাম, মোহাম্মদ আলী, মো:নজরুল ইসলাম,মো: আব্দুল বাসিত, মো: আমিনুর রহমান, ফাহাদুজ্জামান,এবাদুর রহমান, বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অনলাইন একটিভিস্ট ইউকে সভাপতি জয়নাল আবেদীন, পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান ডলার বিশ্বাস,তরুণ আইনজীবি সাইফুর রহমান পারভেজ,জাস্টিজ ফর ভিকটিমের সভাপতি জহিরুল ইসলাম ,মানবাধিকার কর্মী ইসলাম উদ্দীন,কামরুল হাসান রাকিব,আলী হোসাইন,রোহান তারিক,মো: কামরুল হাসান ভুঁইয়া,,তারেক হোসেন,আরাফাত রহমান,সৈয়দ নজরুল ইসলাম ফাহিম,জহির আহমদ ,মো: ফজল আহমদ,মো: মাহফুজুর রহমান,এনামুল হক,হুমায়ুন আহমদ,আজিজ আহমদ চৌধুরী,বদরুল আমিন,সৈয়দ ইকবাল আহমদ,কামাল আহমদ,মোহাম্মদ আলীম উদ্দীন,এম আশরাফ উদ্দীন,মো: আরসাদ আলী,বদরুল আলম,লিয়াকত আলী,ইকবাল হোসেন,মো: আব্দুল হামিদ,আব্দুল বাছিত,মো: অলিউর রহমান,সোহেল আহমদ,মারুফ হাছান আহমদ প্রমুখ। 

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close