ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’র বিজয় দিবস উদযাপন- মুক্তিযুদ্ধে সকলের অবদানকে মূল্যায়ন ও মর্যাদাদানের আহবান

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫১ তম বিজয় বার্ষিকী উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত মোহাম্মদ হুসেইন এম বি ই । সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও কানাডা এক্সিকিউটিভ হাসান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক,ওয়াসিংটন ও কুয়েত থেকে সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টরস এবং প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন ।
তাঁরা মুক্তিযুদ্ধের স্মৃতি, যুদ্ধ ও স্বাধিনতার মহানায়কদের অবদান এবং শোষন-বন্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের গৌরবময় অর্জন ও সাফল্য নিয়ে আলোচনা করেন।
সভায় বিজয়ের কবিতা এবং গান পরিবেশন করে এক ভাবগম্ভীর পরিবেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয় ।
সভায় আলোচনায় অংশ নেন ওয়াশিংটন ডিসি থেকে সংগঠনের ডাইরেক্টর জেনারেল কাউন্সিলার ওহিদ আহমদ, যুক্তরাজ্য থেকে ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান, মিডিয়া ডাইরেক্টর কেএমএ তাহের চৌধুরী, অস্ট্রেলিয়ার সিডনি থেকে ডঃ হুমায়ের চৌধুরী, আমেরিকার নিউইয়র্ক থেকে মিসেস রিতা রহমান, ডাইরেক্টর একাডেমিক এফেয়ার্স আব্দুল কাদের সালেহ, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন, ডাইরেক্টার হেলথ এফেয়ার্স ডা.ওহিদুল আলম,মধ্যপ্রাচ্যের কুয়েত এক্সিকিউটিভ ফয়সল,প্যারিস থেকে আব্দুল মুমিত রুমেল এবং গীতিকার সূরকার ও এক্সিকিউটিভ ডাইরেক্টর সাদিকুর রহমান।
সভায় মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি উসমানী,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজ উদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতা এবং জাতির সাহসী সন্তান মুক্তিযাদ্ধা ও বীর শহীদানদের প্রতি বিশেষ সম্মান জানানো হয়।
সভায় মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদানও বিশদ ভাবে আলোচিত হয়েছে।
উল্লেখ্য স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে
ভযেস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর পক্ষ থেকে গত ২৯ মার্চ’২২ ব্রিটিশ হাউস অফ কমন্সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের বিশেষ সম্মাননা পদক ও শ্রদ্ধানজলি দেয়া হয় ।
দেশের চলমান অসহিষ্ণু অবস্থা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের বিকৃতি , গনতন্ত্র ও বাক স্বাধীনতার অবমূললায়ন নিয়ে আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের মহানায়ক সকলকে যথাযথ মূল্যায়ন ও মর্যাদা প্রদানের আহবান জানান।