কানাডায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

সুরমা ডেস্ক।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার ৯ ডিসেম্বর কানাডার রাজধানী অটোয়া, মন্ট্রিয়াল ও টরন্টোতে কানাডা বিএনপি মানব বন্ধনের আয়োজন করে।

বাংলাদেশে সীমাহীন দূর্নীতি ও লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ, বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন স্লোগানসম্বলিত বর্ণিল ব্যনার-ফেস্টুন সহকারে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
মানব বন্ধনে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং ফ্যাসিবাদি শাসক শেখ হাসিনা ও তার ডেথস্কোয়াডের বিরূদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার বাংলাদেশকে সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়।
অনতিবিলম্বে অবৈধ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি করা হয়।