কাউন্ট ডাউন ১০ ডিসেম্বর

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, রাস্তায় পুলিশের ব্যারিকেড

লণ্ডন, ৯ ডিসেম্বর: বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে পুলিশ তালা দিয়েছে। কার্যালয়ের সামনেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

শুক্রবার সকাল ৭টা থেকে নয়া পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়া পল্টন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নয়াপল্টন এলাকার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

জানা গেছে, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা কর্মীরা যেন অবস্থান নিতে না পারেন সে জন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না।

নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেওয়ায় কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close