নিউজ

সাংবাদিক তারিক চয়নকে রাষ্ট্রদূত, ‘অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় জার্মানি’

সুরমা ডেস্ক।

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেছেন, তার দেশ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। ৩০ নভেম্বর বুধবার টুইটারে সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়নের সাম্প্রতিক এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত একথা বলেছেন।

ঢাকাস্থ জার্মান দূতাবাসের ‘রাষ্ট্রদূতকে প্রশ্ন’ শীর্ষক সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় রাষ্ট্রদূতকে তারিক চয়নের করা এই প্রশ্নটি সেরা নির্বাচিত হয়েছেঃ “বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের সংলাপে মধ্যস্থতা করার পরিকল্পনা কি আপনাদের রয়েছে?”

এর জবাবে রাষ্ট্রদূত আখিম ট্র্রোস্টার বলেন, “জার্মানির দূতাবাস বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে ভালোভাবে যোগাযোগ রাখছে। আমরা ঘনিষ্ঠভাবে আলাপ-আলোচনা করছি তাদের সাথে। এতে অবাক হওয়ার কিছু নেই যে, জার্মানি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। আমাদের কাছে গণতন্ত্র মানে- ভোটারদের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ এক প্রতিযোগিতা। স্পষ্ট করে বলছি, সকল রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সবাইকে, নিজ নিজ জায়গা থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর দায়িত্ব পালন করতে হবে।”

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close