নিউজ

ভুল শিরোনামে সংবাদ প্রকাশ-“ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার”

সুরমা প্রতিবেদন।লন্ডন, ৫ নবেম্বর; ঢাকায় প্রতারণার অভিযোগে পুলিশ একজন বিতর্কিত ব্যাক্তিকে গ্রেফতার করেছে। 

জানা গেছে, সরকারী দলের পরিচয়ে নামসর্বস্ব পত্রিকা প্রকাশ করলেও তিনি কখনো পেশাদার সাংবাদিক বা সম্পাদক ছিলেন না। বরং এই কথিত পত্রিকার মাধ্যমে লোকজনকে ব্লাকমেইল, নানারকম অপরাধ ও ঐতিহ্যবাহী তাবলীগ জামাতে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। ভুল শিরোনামে সংবাদ প্রকাশের জন্য সঙশ্লিষ্ট পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো তাদের পেশাগত মর্যাদার স্বার্থে দু:খপ্রকাশ করা উচিত বলে অনেকে মনে করেন। 

একটি প্রোপার্টি ডেভেলপার কোম্পানির দায়েরকৃত মামলায় পুলিশ তাকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্বস্তি প্রকাশ করেন। তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। সরকারী দলের পরিচয়ে করোনা সার্টিফিকেট জালিয়াতির দায়ে অভিযুক্ত সাহেদের মতোই একজন জাতীয় প্রতারক হিসেবে তাকে উল্লেখ করেছেন অনেকে। গণভবনের আঙ্গিনায় তোলা সাহেদ ও এরতেজার যুগল ছবি ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে গ্রেফতারের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে তার বিচারের দাবী জানিয়েছেন। 

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close