নিউজ

সাংবাদিক ভুট্টো’র ভাইয়ের জামিন লাভ

সুরমা প্রতিবেদন।

লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক ও সাপ্তাহিক ‘সুরমা’ পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুর রব ভুট্টো’র ভাই আব্দুল মুক্তাদির মনু জামিন লাভ করেছেন। বুধবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। গত ৯সেপ্টেম্বর রাতে মনুকে মৌলভীবাজারের কুলাউড়ায় তার গ্রামের বাড়ি থেকে সাদা পোশাক দাড়ি পুলিশ আটক করে পরে ৫৪ ধারায় সন্দেহজনক কারণ দেখিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

যুক্তরাজ্যে বসবাসরত ভাই আব্দুর রব ভুট্টোর কথিত সরকার বিরোধী লেখালেখি ও ভাইয়ের সহযোগিতায় দেশে সরকার উৎখাত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সহ বিএনপি’র নেতাকর্মীরা মনুকে ফুল দিয়ে বরণ করেন। 

সাংবাদিক আব্দুর রব ভুট্টো এক বিবৃতিতে তাঁর ভাইয়ের জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর ভাইয়ের মুক্তি ও সহযোগিতার জন্য দেশ বিদেশের সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি তিনি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ  করেন।
ক্যাপশন: ছবিতে বামে আব্দুল মুক্তাদির মনু ও ডানে আব্দুর রব ভুট্টো।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close