নিউজ

ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরারের বিয়ে সম্পন্ন

ঢাকা অফিস। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, নিখোঁজ এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের বিয়ে ১৯ আগস্ট শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কনে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ। তারা দুইজনেই লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ‘ল পাস করেন। কনের বাবা ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরী ঢাকায় থাকেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
বিয়ে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাঁর  সহধর্মিনী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপি লীডার আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী এবং ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১২ সালের ১৭এপ্রিল গাড়ি চালকসহ রাজধানীর বনানী থেকে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছিলো। তিনি যখন গুম হন তখন আবরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। ।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close