নিউজ
আবেদ রাজা’র মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও লন্ডন বিএনপি সাধারণ সম্পাদক আবেদ রাজার মাতা শায়েস্তা বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৫বছর।
শায়েস্তা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শায়েস্তা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। পরহেজগার নারী হিসেবে তিনি এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। বিএনপির মহাসচিব মরহুমার রুহের মাগফেরাত এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।