নিউজবাংলাদেশহোম

আওয়ামী লীগ হচ্ছে জাতীয় সম্পদ লুটপাটের দল :গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা অফিস।
২৭জুন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি জনগণের দল, আর ক্ষমতাসীন আওয়ামী লীগ হচ্ছে লুটপাটের দল। বন্যা দুর্গত মানুষের পাশে সরকার নেই। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের ভাবনা হচ্ছে জনগণের দল হিসেবে বিএনপি অসহায় মানুষের জন্য আমরা কি করতে পারলাম। রোববার ২৬ জুন রবিবার সিলেট মহানগর ও জেলার দুটি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার ঢাকা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর নেতৃত্বে ত্রাণ সামগ্রী নিয়ে তাঁরা সিলেটে যান।নেতৃবৃন্দ  দেড় হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকারের ভাবখানা এমন যেন তাদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে এটা করা হয়েছে। এই সেতু উদ্বোধনের জন্য শত কোটি টাকা ব্যয় করা হয়েছে। অথচ বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে সরকার নেই।
গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। প্রতিদিন আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আমরা আপনাদের সিলেটবাসীর মাঝে বার বার আসবো। আপনাদের বিপদ দেখলেই আসবো,দেশবাসীকে বলবো আপনারাও বানভাসি মানুষের পাশে দাঁড়ান।
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এটা আমরা নিশ্চিত, তবে দেশে যদি কোনদিন অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সেখানে যদি জনগণ ভোট দিতে পারে এমন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।
তিনি আরো বলেন জনগনের যে সরকার আসবে সে সরকার সিলেটের বন্যা মোকাবেলায় অর্থাৎ যাতে বারবার সিলেটকে বন্যার কবলে পড়তে না হয় সে পরিকল্পনা করবে এবং তা বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম, সদস্য সচিব ইমরান আহমেদ চৌধুরী,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী,সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,যুগ্ম সম্পাদক সাদরেজ জামান,কেন্দ্রীয় সহ-সভাপতি রফিক হাওলাদার,আসফাক কবির চৌধুরীর শ্বত,ড,শরিফুল ইসলাম দুলু,আলহাজ্ব মোঃ জামির হোসেন,ফরহাদ চৌধুরী শামীম,কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানি,সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফকরুল ইসলাম রবিন,দক্ষিনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সাধারণ গাজী রেজোয়ানুল ইসলাম রিয়াজ,যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক যুগ্ম সম্পাদক পদমর্যাদা, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির,ফরহাদ উদ্দিন, সেন্টু,কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ হাসিবুর রহমান খান মুন্না,নজরুল ইসলাম মিজান, আলমগীর হোসেন শাহিন,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সভাপতি স্বাগত কিশোর চৌধুরী,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নাসির আহমেদ মোল্লা,সাংগঠনিক সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদার,স্বনির্ভর  সম্পাদক মাসুদ আহমেদ,সহ সম্পাদক মোঃ ইলিয়াস, কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ,সিলেট জেলা শাখার আহবায়ক আব্দুল আহাদ খান,সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুল ওহিদ সোহেল, সদস্য সচিব দেওয়ার জাকির খান,হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমেদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জি,এস রাজু,গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাসুদুল কবির মোনায়েম সহ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close