কমিউনিটি নিউজ

কাতারে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত এম এ মালেক

।। সাইদ আজমল জয়, কাতার থেকে।।
কাতারে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও লণ্ডন বিএনপির সভাপতি এম এ মালেক। সম্প্রতি সংক্ষিপ্ত এক সফরে কাতারে পৌঁছলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান ও ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন — সংগঠনের সহসভাপতি ইসমাইল মনসুর, হাবিবুর রহমান, ইউসুফ শিকদার, আব্বাস উদ্দিন, মহি উদ্দিন কাজল, মোহাম্মদ আলী, আইনুল করিম মজুমদার বাবু, আমিনুল ইসলাম, আব্দুর রহিম, সাইন উদ্দিন রুহেল, ইয়াকুব খান, ফনি ভুষন দাস, শাহাদাত হোসেন, মামুন খান, জাকারিয়া আহমদ চৌধুরী, মোহাম্মদ হারুন আহমদ, নাজমুল ইসলামসহ বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সংক্ষিপ্ত এই সফরে কাতার বিএনপির নেতা-কর্মীদের সাথে এক বিনিময় সভায় এম এ মালেক বলেন, বর্তমান সরকার বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন ও গুম করছে, তাই গনতন্ত্রকে ফিরিয়ে আনতে অচিরেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে আরো সুসংগঠিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close