নিউজ

বন্যা দূর্গত মানুষের পাশে থাকবে বাকা

লণ্ডন, ২৩ জুন : নিউইয়র্কের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন বাকা সিলেটে ভয়াবহ বন্যা পীড়িত মানুষের পাশে দাড়াবার সিন্ধান্ত নিয়েছে। গত ১৯শে জুলাই  সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই ব্যাপারে বিস্থারিত সিন্ধান্ত গৃহিত হয়েছে। এই উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে গতকাল হেল্প বাকা ফ্লাড ডিসাস্টার বিলিফ ফাণ্ড নামে একটি পেইজ খোলা হয়েছে এবং এই পেইজের মাধ্যমে প্রথম দিনে সংগৃহিত অর্থের পুরোটা ছাতক উপজেলার বন্যার্থ মানুষের জন্য পাঠিয়ে দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয় । এই ভাবে অবস্থা বিবেচনায় দেশের অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে ত্রাণ সহযোগিতা অব্যহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বন্যার্তদের ত্রাণ সহযোগিতা কার্যক্রমের পরবর্তী অংশ হিসেবে আগামী ৩রা জুলাই রবিবার দূর্গত মানুষের সাহিয্যার্থ ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউর বারী হল মিলনায়তনে বিশিষ্ট বাউল শিল্পী কালা মিয়ার একক একটি সঙ্গীতানুষ্ঠান আয়োজনের সিন্ধান্ত নেওয়া হয় ।

উক্ত অনুষ্ঠান থেকে সংগৃহিত সমুদয় অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণ করা হবে । এছাড়া গত ২২শে জুন, বুধবার সন্ধ্যা ছয়টায় স্টার্লিং বাংলা বাজারে এশিয়ান ড্রাইভিংয়ের সামনে বন্যা দূর্গতদের সহযোগিতার উদ্দেশ্যে এক জরুরি ত্রান জন সংযোগ ও সর্ব সাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এই আয়োজনগুলোকে সফল এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার এই কার্যক্রম সমুহে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সংযুক্ত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি মোহাম্মদ সাদি মিন্টু, সৈয়দ ইলিয়াস খছরু, আহমেদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ, শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক  আলাউদ্দিন প্রচার সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজকল্যান  সম্পাদক সালমা সুমি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমের সংগৃহিত প্রথম পর্যায়ের অনুদান সমুহ বন্যায় ক্ষতিগ্রস্থ ছাতকের দূর্গতের মধ্যে জরুরী ভিত্তিতে বিতরণের সিন্ধান্ত নেওয়া হয় । সভায় সংগঠনের আহবানে অতি দ্রুত সময়ের মধ্যে প্রথম পর্যায়ের ত্রাণ কার্যক্রমে যারা সাড়া দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। 

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close