কমিউনিটি নিউজ

১১ সেপ্টম্বর লণ্ডনে সিলেট পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

॥আশরাফুল ওয়াহিদ দুলাল॥

লণ্ডন, ১৬ জুন : ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থন এবং প্রিয় বিদ্যাপীঠের সাথীদের সাথে মিলিত হবার তাড়নায় যুক্তরাজ্যেবসবাসরত ঐতিহ্যবাহী সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলার উদ্যোগ নেয়া হয়েছে।পাইলট অ্যালুমনাই ইউকের উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর লণ্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এই মিলন মেলা।

সম্প্রতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু আরেফের সভাপতিত্বে ও মাহমুদ হাছানের পরিচালনায় পাইলট অ্যালুমনাই এর এক সভাঅনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী মিলন মেলাকে সফল ও সার্থক করে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দের নিয়ে বিস্তারিতকর্মসূচি গ্রহণ করা হয়।দিনব্যাপী এই মিলন মেলায় থাকবে নেটওয়ার্কিং, স্মৃতিচারণ, আপ্যায়ন, র‍্যাফল ড্র ও সাংস্কৃতিকঅনুষ্ঠান।প্রকাশিত হবে প্রাক্তন ছাত্রদের পরিচিতি ও তাদের স্মৃতিচারণ নিয়ে স্মরণিকা।

সভায় বৃটেনের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন এমরান আহমেদ, রানা চৌধুরী, মাহমুদ আলম, আব্দুল মোনায়েম, রেজওয়ান জায়গিরদার, আখলাকুর রহমান, মাহবুব শুভ, রিংকু সিংহা, আব্দুল হাফিজশিপলু, একরামুল হক, শিব্বির আহমেদ, হাছান মোহাম্মদ বাবলা, আমিনুল হক, বাবলা, কমরুল হাছান, তোফায়েল হাছানরাসেল, সাকিব চৌধুরী, মুঞ্জের, মুন্না, ওয়াহিদ, ফুয়াদ, মাহবুব  শুভ, তোপবায়েল জাহিদ, আব্দুল্লাহ রহিমসহ আরো অনেকে।

সভার সমাপ্তিতে সভার আয়োজন ও আপ্যায়নের জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিকদাদ খান ও আসিফ ইকবাল জামিলকেআন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং আগামীতে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিলেতে বসবাসরত সকল প্রাক্তনছাত্রদের  আন্তরিক সহযোগীতায় কামনা করা হয়।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close