লণ্ডন, ১ জুন : মহাসমারোহে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত২৯ মে, রোববার বার্মিংহামের আস্টনে ভিউভিলা হলে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজেরআয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা— ব্রাডফোর্ড, কভেন্ট্রি, লাকবরাহ্, শেফিল্ড , লিডস্, লণ্ডন, ওল্ডহাম, ম্যানচেস্টার, হাল, পোর্টসমাউথ, অক্সফোর্ড , ওয়ারউইক, নিউকাসেল্ ও লিভারপুল থেকে সদস্যবৃন্দ আনন্দঘন এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের পলিটিক্যাল কাউন্সিলর স্বর্ণালী চন্দ প্রধান অতিথি ও এন্থিয়া মেকিনটায়ার সিবিই বিশেষঅতিথির হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীশ্রীগীতাপাঠ ও বাংলাদেশের জাতীয়সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যরাখেন ডেপুটি জেনারেল সেক্রেটারি অলক চন্দ। বি এইচ এ ইউকের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্যে জেনারেল সেক্রেটারিসুজিত চৌধুরী বলেন, সেবা, সংহতি ও সম্প্রীতিই সংগঠনের মূল লক্ষ্য। ২০ বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ গুণীজনদের চার ক্যাটাগরিতে ক্রেস্ট উপহার দিয়ে সন্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— ইয়থ চ্যাম্পিয়ন বিভাগে রীনা রায় ও অমিত দেব। কমিউনিটি চ্যাম্পিয়ন বিভাগে গৌরাপদ দেব, হরিপদশুক্লবৈদ্য, অলক চন্দ, অমর বৈদ্য, সুচিত্রা গোস্বামী ও পঙ্কজ ভট্টাচার্য। দীর্ঘজীবন সমাজ সেবায় হিমাংশু গোস্বামী, অমলেন্দুশেখর পোদ্দার, তারকা রঞ্জন চন্দ, মুকুল চন্দ্র রায়, শ্রীপদ রঞ্জন দেব, সন্ধ্যা রায়, প্রতাপ চন্দ্র রায়, শুভেন্দু কুমার দাশ ও হারাধনভৌমিক। বিশেষ সন্মাননায়: অনুকূল দেব ও কৃষ্ণ শীল। অসাধারণ কৃতিত্বে ডা. দেবাশিস কর ও ড. কানন পুরকায়স্হ। অনন্যা চৌধুরী ও কৃষ্ণ শীলের উপস্হাপনায় নাচ, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন ছোটবড় তিন প্রজন্মের শিল্পীরা। জুনিয়রগ্রুপে ছিল রীতী দাম, প্রিয়ম পুরকায়স্থ, টিনা দে, লিওনা চক্রবর্তী, শুভাঙ্গী দাম, রূপ পাল, আরণ সরকার, সয়ম দাম, তনুশ্রীশীল, বিরজা দে, রাজন্যা দে, শ্রেয়শী দাস, অদিতি সরকার, প্রিয়াঙ্কা দেব, অনন্যা চৌধুরী ও কৃষ্ণ শীল। সিনিয়রদের মধ্যেসঙ্গীত পরিবেশন করেন জয়িতা চৌধুরী, অমিত চন্দ, মহামায়া শীল ও অমিত দে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বি এইচ এ’র ডেপুটি সাংস্কৃতিক সম্পাদক মহামায়া শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এইচ এ’র চেয়ারম্যান প্রশান্ত পুরকায়স্হ বিইএম। সহসভাপতি রবীন পাল সবাইকে ধন্যবাদজানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুন »ঢাকা অফিস। ‘উন্নয়ন সহযোগীরা’ বাংলাদেশকে এখন আর টাকা-পয়সা দেয় না, কিন্তু মাতবরি আর খবরদারি করে। বাংলাদেশের কাছে এগুলো আর গ্রহণযোগ্য…
আরও পড়ুন »ঢাকা অফিস। ৩১ মে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে…
আরও পড়ুন »মিজানুর রহমান রাসেল, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সাউথ…
আরও পড়ুন »“To Allah we belong and to Him we return”! Deceased:Haji Mohammad Gulam Mustafa Village:HaboshpurOsmani Nogor(formerly Balagonj)Sylhet Bangladesh UK address: Bromley-by-Bow(next…
আরও পড়ুন »ঢাকা অফিস। ভার্চ্যুয়াল মাধ্যমে এক আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে মনোনয়ন পাওয়ার…
আরও পড়ুন »