নিউজ

লণ্ডনস্থ সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ নেতৃবৃন্দের সাথে কবি-গবেষক সৈয়দ মবনুর মতবিনিময় অনুষ্ঠিত 

লণ্ডন, ৬ এপ্রিল : সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামীম, কবি ও গবেষক সৈয়দ মবনু লণ্ডনের সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে মিলিত হন। গত ৩ এপ্রিল, সোমবার বাদ তারাবি ইস্ট লণ্ডন মসজিদ সংলগ্ন একটি রেষ্টুরেন্টের হল রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সৈয়দ মবনু  আরও বলেন, সৈয়দপুর আমার পূর্বপুরুষের এবং আমার জন্মস্থান বলে আমি সত্যই গর্বিত। আমার বাবাওইংল্যাণ্ডপ্রবাসী ছিলেন এবং তিনি এক সময় বার্মিংহাম সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতিও ছিলেন। আমি নিজেবাংলাদেশে থাকলেও মা-বাবার সূত্রে বৃটিশ বাংলাদেশী এবং আমার কৈশোর ও যৌবন এখানে অতিবাহিত করেছি। আমিআপনাদেরই সাথী বা সদস্য। তাই বলা যেতে পারে, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকামাদরাসা প্রকৃত অর্থে প্রবাসী সৈয়দপুরবাসী কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ তারেক আহমদ। অনুষ্ঠান পরিচালনাকরেন সংগঠনের সেক্রেটারি মো. সুহেল আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. রয়েছ মিয়া, সিনিয়র সদস্যজিয়াউল ইসলাম সৈয়দ, সহ সভাপতি শেখ রেজওয়ানুল রহমান, সহসভাপতি সৈয়দ জামিল আহমদ, ট্টেজারার সৈয়দ মামুনআহমদ প্রমূখ।

সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিসমাদরাসা ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে, আগামীতে আরও সুনাম অর্জন করবে আশা করি। আমরা এই প্রতিষ্ঠানেরউন্নয়নের পথে সবর্দা সাথে থাকবো ইনশাল্লাহ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close