নিউজ

রামাদ্বানে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলো আত্মার-আত্মীয়

॥ কাজল রশীদ ॥

লণ্ডন, ৩ এপ্রিল : মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের প্লাটফর্ম আত্মার আত্মীয়’র পক্ষ থেকে রামাদ্বানে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গত ২৭ শে মার্চ  মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫/৮৬ সমমাননা বন্ধুদের প্লাটফর্ম “আত্মার-আত্মীয়” এর পক্ষ থেকেরমজান মাস উপলক্ষে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়, এবার ২৫০ টি অসহায় পরিবারকে ২০০০ হাজার টাকা করেমোট পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। নির্ধারিত লিস্টের বাহিরে কিছু অসহায় মানুষ আসলে তাদেরকেও এক হাজার টাকা করেপ্রদান করেন সংগঠনের সদস্যরা। 

সংগঠনের সমন্বয়ক কবি কাজল রশীদের তত্ত্বাবধানে দুস্থদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কাজীআসাদুজ্জান, সৈয়দ মোকাম্মিল আলী, উপস্থিত ছিলেন আব্দুল মালিক, জুয়েল চৌধুরী, কবি আবু মকসুদ, সাবেক চেয়ারম্যানরেজা চৌধুরী, সৈয়দ মুজিব ,সাংবাদিক গিয়াস আহমেদ, সায়েক মিয়া, সাহিদ মিয়া, মোক্তার আহমদসহ গ্রুপের দেশ ও প্রবাসেরসদস্যবৃন্দ।

উল্লেখ্য, ‘আত্মার আত্মীয়` মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের উন্মুক্ত মঞ্চ যার শুরুবিলেত থেকে। এই দুই বর্ষের বন্ধুদের বেশীর ভাগেরই অবস্থান প্রবাসে। গত ২১/২২ বছর ধরে ডিসেম্বরের পঁচিশ তারিখ বিলেতেরবিভিন্ন স্থানে অবস্থানরত বন্ধুরা নিয়মিতভাবে মিলিত হন আড্ডা এবং মতবিনিময় করেন। গত ১০ বছর থেকে ইন্টারনেট এবংহোয়ার্টসঅ্যাপস মাধ্যমে এর সাথে যুক্ত হয়েছেন আমেরিকা, কানাডা, ইটালি, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের বন্ধুরাও। দেশ এবংদেশমাতৃকার ও মানুষের জন্য কিছু একটা করার চিন্তা থেকে কয়েক বছর থেকে আত্মার আত্মীয় পক্ষ থেকে শীতার্ত ও দুস্থদেরমধ্যে বিতরণ করা হয়েছে কয়েক লক্ষ টাকার শীতবস্ত্র এবং কম্বল। এরই ধারাবাহিকতায় এবার রামাদানে বিতরণ করা হলোদরিদ্র মানুষের মাঝে প্রায় পাঁচ লক্ষ টাকার নগদ অর্থ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close