নিউজ

স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে লণ্ডনে ২০ প্রবাসীকে সম্মাননা জানালো স্পেকট্রাম রেডিও এণ্ড অনলাইন টিভি

লণ্ডন, ৩১ মার্চ : বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং কমিউনিটির নেতৃবৃন্দকে সম্মাননা জানালো স্পেকট্রাম রেডিও এণ্ড অনলাইন টিভি। লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ২০ জনের নাম ঘোষণা করে উপস্থিতদের হাতে সম্মাননার সনদ প্রদান করা হয়।

গত ২৮ মার্চ, সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে স্পেকট্রাম বাংলা রেডিও এণ্ড অনলাইন টিভির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।

লণ্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদের সভাপতিত্বে এবং স্পেকট্রাম বাংলা রেডিও এন্ড অনলাইন টিভির অন্যতম পরিচালক, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ ফারুক আহমদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ নাহমাদ মিছবাহ।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২০ ব্যক্তির নাম ঘোষণা করেন স্পেকট্রাম রেডিও এণ্ড অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল। সম্মাননায় ভূষিত ব্যক্তিরা হলেন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা ও কণ্ঠ সৈনিক হিমাংশু গোস্বামী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক বাংলা পোস্ট এর সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, বিশিষ্ট গল্পকার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাঈম চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর জেনেট রহমান, মুক্তিযুদ্ধ গবেষক ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর কোষাধ্যক্ষ আনোয়ার শাহজাহান, গোল্ডেন ড্রিম- এর ফাউণ্ডার শোভা মতিন, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী মো. আব্দুল হান্নান, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রেজাউল করিম মৃধা, এসিস্ট্যান্ট ট্রেজারার আব্দুল কাইয়ুম, ইসি মেম্বার আহাদ চৌধুরী বাবু, ইসি মেম্বার কবি শাহনাজ সুলতানা, ইসি মেম্বার সরোয়ার হোসেন, সাবেক ইসি মেম্বার পলি রহমান, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, বিশিষ্ট তবলা বাদক হিমানীশ গোস্বামী, ফটো জার্নালিস্ট জি আর সুহেল ও একলাছুর রহমান পাক্কু।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সঙ্গীতশিল্পী ও প্রেজেন্টার মোস্তফা কামাল মিলন, ডা. গিয়াস উদ্দিন, কবি সৈয়দ হিলাল সাইফ, সাংবাদিক শামসুল তালুকদার, তবলা বাদক হিমানীশ গোস্বামী, স্পেকট্রাম রেডিও উপস্থাপক পাবলিক হেলথ স্পেশালিষ্ট সাহাব উদ্দিন আহমদ বাচ্চু, রেডিও টিভি পেজান্টার ড . হাসনিন চৌধুরী, ড . কামরুল হাসান, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার প্রার্থী অহিদ আহমদ, স্পেকট্রাম প্রেট্টন ও হার্ট ফাউন্ডেশন ইউকে’র ডোনার মেম্বার ফারুক মিয়া, রুহি আহাদ, শেখ ফারুক আহমদ, আব্দুল মুহিত চৌধুরী, কবি গীতিকার আব্দুল মুকতার মুকিত, স্পেকট্রাম পরিচালক নাহিদা মিছবাহ, শায়েকা মিছবাহ, রেডিও-টিভি প্রেজেন্টার তোফায়েল আহমেদ, এখলাছুর রহমান খান ফারুক, সেলিম উদ্দিন, জয় চৌধুরী, রেডিও-টিভি প্রেজেন্টার সুজিয়া চৌধুরী, মানিকুর রহমান গনি, অপূর্ব সরকার, তানিমুল ইসলাম, আলমগীর চৌধুরী, এ হালিম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন মুক্তিযোদ্ধা ও কণ্ঠ সৈনিক হিমাংশু গোস্বামী। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মানিক মিয়া এবং শাহ আব্দুল মালিক।

স্পেকট্রাম এর পরিচালক মিসবাহ জামাল স্পেকট্রাম- এর ২৭ বছর উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close