নিউজ

থেমস নদীতে নৌবিহারের মাধ্যমে আরটা’র ব্যতিক্রমী মিডিয়া লঞ্চ

 ২ অক্টোবর ও-টু’র ইন্টারকন্টিনেন্টালে এওয়ার্ড অনুষ্ঠান

॥ কাইয়ূম আবদুল্লাহ ॥

লণ্ডন, ২৮ মার্চ : থেমস নদীতে এক আনন্দঘন নৌবিহারের মাধ্যেমে এবছরের এওয়ার্ডস সিরিমনির আনুষ্ঠানিক ঘোষণা দিলো এশিয়ান রেস্টুরেন্ট এণ্ড টেইকওয়ে এওয়ার্ডস সংক্ষেপে আরটা। ৬ শতাধিক লোকের ধারণক্ষমতা সম্পন্ন, দ্বিতল-বিশিষ্ট নদীপথের বিলাসবহুল প্রমোদতরী ডিক্সি কুইন-এ করে থেমসে ভেসে ভেসে ব্যতিক্রমী এ মিডিয়া লঞ্চ সম্পন্ন হয়। 

২৮ মার্চ, সোমবার ৬টায় টাওয়ার হীলের মিলেনিয়াম পিয়ার থেকে যাত্রা শুরু করে বিশাল পরিসরের রিভার ক্রুজ ডিক্সি কুইন।যাত্রার প্রারম্ভেই টাওয়ার ব্রিজ খুলে যাওয়ার দৃশ্য অতিথি অভিযাত্রী দারুণভাবে উদ্বেলিত করে, হর্ষধ্বনির মাধ্যমে সবাই তাদের আনন্দের প্রকাশ ঘটান। থেমস’র দু’কূলের মনোরম দৃশ্য দেখিয়ে দেখিয়ে তরী ছুটে চলে গ্রিনিচ অভিমুখে। অতঃপর রাত ১০টার কিছু আগে যাত্রাস্থল টাওয়ার হিলে এসে নোঙ্গর করে ডিক্সি কুইন।

অভিযাত্রীদের দলে কারি ইন্ডাস্ট্রির বিপুলসংখ্যক রেস্টুরেন্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজনসহ বিশিষ্টজন আরটা’র ব্যতিক্রমী এ মিডিয়া লঞ্চে অংশ নেন। 

৭টার কিছু পরে শুরু হয় মিডিয়া লঞ্চের আনুষ্ঠানিকতা। মিডিয়া পার্সনালিটি রাজন সিং এর উপস্থাপনায় আরতা’র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মুনিম সালিক আগামী ২ অক্টোবর এবছরের এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানের ঘোষণা প্রদান করেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যানারি ওয়ার্ফের কমিউনিকেশন্স অফিসার ও আরটা’র অ্যাম্বেসেডর  ড. জাকির খান, ঢাকাস্থ ডেফোডিল কলেজের ইউকে প্রতিনিধি আজিজুর রহমান ও আরটা’র জাজ গ্রাহাম টেইলর। 

দীর্ঘ ক্রুজ অভিযাত্রায় গানে গানে সবাইকে মাতিয়ে রাখেন শিল্পী রাজা কাশিফ ও রুবাইয়াত। গান আর ঢেউয়ের তালে তালে থেমসের বুক চিরে ছুটে চলা জনমুখর ক্রুজে রোমান্টিক আবহের সঞ্চার হয়। মঞ্চে বক্তব্য দিয়ে সবাইকে উজ্জীবিত করেন ব্রিটিশ-বাংলাদেশী বক্সার খালিদ আলী। এসময় সাথে তার বাবা বক্সার ওয়ালিদও সবাইকে শুভেচ্ছা জানান। মঞ্চে ডাকা হয় কারি ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে। তারাও শিল্পীদের সাথে পরীক্ষাস্বরূপ কয়েকটি গানে সুরে-বেসুরে কণ্ঠ মেলান।

বক্তৃতা, গ্রুপ আলোচনা এবং গান ও ফানের এক পর্যায়ে সামুদ্রিক সুস্বাদু মাছ দিয়ে চলে ভূরিভোজ। 

উল্লেখ্য, ২০১৮ সালে বিখ্যাত ও-টু এলাকার ইন্টারকন্টিন্যান্টাল হোটেলে আরটা’র প্রথম এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়।২০১৯ ওয়েস্টমিনিস্টারের পার্ক প্লাজার অনুষ্ঠিত হয়েছিলো দ্বিতীয় এওয়ার্ডস অনুষ্ঠান। কোভিডকালের দীর্ঘ বিরতির এবছরআবার শুরু হতে যাচ্ছে ইতোমধ্যে কারি ইন্ডাস্ট্রিতি আলাদা অবস্থান করে নেওয়া আরটা।

আরতা’র অনন্য ব্যতিক্রম হচ্ছে অন্যান্য এওয়ার্ডের পাশাপাশি পুরো রেস্টুরেন্ট সেক্টর থেকে বাছাই করে পঞ্চাশ হাজার পাউণ্ডমূল্যের “চ্যাম্পিয়ান অব চ্যাম্পিয়ন্স” এওয়ার্ড প্রদান।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close