নিউজ

আবু সাদাত মো. সোহেলের ‘বার -এট -ল’ ডিগ্রী অর্জন

লণ্ডন, ১৮ মার্চ : আবু সাদাত মো. সোহেল যুক্তরাজ্য থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইংল্যাণ্ডের খ্যাতনামাপ্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটি অব লণ্ডন থেকে ‘বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন। 

গত ১৭ মার্চ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্ তাকে বার-এট ল(ব্যারিস্টার) সনদ প্রদান করেছে।

তার পিতা মোহাম্মদ আব্দুল্লাহ অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক। মাতা হাওয়ারুন নেছা গৃহিনী। ৫ ভাই-বোনের মধ্যে সুহেল তৃতীয়। বড় ভাই মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম সুপরিচিত ব্যবসায়ী, বড় বোন ফাহিমা আক্তাররিনা(সাবেক সহকারী শিক্ষিকা) এবং ছোট ভাই ডাক্তার আবু তাহের মোহাম্মদ বাহার (বিডিএস)। ওই তিনজনই পরিবারসহযুক্তরাজ্যে বসবাস করছেন। ছোট বোন ডাক্তার সাবরিনা আক্তার (এমবিবিএস), বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালেরকর্মরত চিকিৎসক।

সদ্য বার-এট-ল ডিগ্রী লাভকারী সোহেলের স্ত্রী শামিমা সাদাত ব্যাচেলর ডিগ্রী অর্জনের পর ব্রিটিশ এনএইচএস-এ কর্মরত। তিন কন্যা সন্তান রয়েছে এই দম্পতির। 

জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মধ্যে প্রথম এই সম্মানজনক বার-এট-ল তথা ব্যারিস্টারী ডিগ্রী অর্জনকারী আবু সাদাতমোহাম্মদ সোহেল সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close