নিউজ

ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম যুক্তরাজ্য শাখা গঠিত

সৈয়দ সাদেক, প্রেসিডন্ট
মুকিত চৌধুরী সিতু, সেক্রেটারী 

লণ্ডন, ১৭ মার্চ : ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম এর যুক্তরাজ্য শাখা গঠিত হয়েছে। গত মঙ্গল ১৫ মার্চ, মঙ্দলবার। সভায়উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নর্থওয়েষ্ট এর প্রেসিডেন্ট সাংবাদিক মিজানুর রহমান মিজান, গ্রেটারসিলেট কাউন্সিল নর্থওয়েষ্ট রিজিওনের সেক্রেটারী ও গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের সেক্রেটারী মীর গোলাম মোস্তফা, নর্থইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন্র সেক্রেটারী মো. কলনদর তালুকদার, লিভারপুল বাংলা প্রেসক্লাবেরসেক্রেটারী আবু সাঈদ চৌধুরী সাদি, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারী নুরে আলমরব্বানি, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টসএসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী, ওল্ডহ্যাম যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল মিয়া। 

সভায় আলোচনার মাধ্যমে সৈয়দ ছাদেক আহমদকে প্রেসিডেন্ট ও  মুকিত চৌধুরী সিতুকে জেনারেল সেক্রেটারী হিসাবে মনোনীতকরে তাদের নাম ঘোষণা করেন সাংবাদিক মিজানুর রহমান মিজান ।  যুক্তরাজ্য কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতাসভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রউফ মাওলা ও সেক্রেটারী জেনারেল খ. ম. খুরশীদকে ধন্যবাদ জানানো হয়।সকলের সহযোগিতায় আগামী তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানান যুক্তরাজ্য কমিটির নেতৃবৃন্দ। — প্রেসবিজ্ঞপ্তি।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close