নিউজ

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও নেবট্রা’র ৪ বছর পূর্তী উদযাপন

লন্ডন, ১৬ মার্চ : প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর এবং প্রতিষ্ঠার ৪ বছরপূর্তী উদযাপন করলো নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশন (নেবট্রা)। এ উপলক্ষে গত ১৫ মার্চ, মঙ্গলবারসন্ধ্যায় ওল্ডহাম এর দ্য গ্র্যান্ড ভেন্যূতে অনুষ্ঠিত জমজমাট প্রীতি সমাবেশ, নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একআনন্গমেলায় পরিণত হয়। 

অনুষ্ঠানে নর্থ-ইংল্যান্ডের বিভিন্ন শহর তথা ওল্ডহাম, ম্যানচেস্টার, লিডস, রচডেল, ব্রাডফোর্ড, লিভারপুল এবং বলটন থেকেবাংলাদেশী কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত হন। অনুষ্ঠানে যোগ দিতে সুদূর লন্ডন থেকে এসেছিলেনলন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমাদাদুল হক চৌধুরী, ইসি মেম্বার যথাক্রমে আহাদ চৌধুরী বাবু, আনোয়ারশাহজাহান এবং সারওয়ার হোসেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিল এর সাবেক মেয়র ও ডেপুটিলিডার আব্দুল  জব্বার, রচডেল কাউন্সিল এর ডেপুটি মেয়র সৈয়দ আলী আহমেদ, ম্যানচেস্টার সিটি  কাউন্সিল এর ডেপুটিলিডার লুৎফর রহমান, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল প্রমুখ। 

নেবট্রা সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ও যুগ্ম সম্পাদক মওদুদআহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক খালেদ আহমেদ।এরপর নেবট্রা কমিটিকে সাথে নিয়ে সমবেত কন্ঠে  বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোজি সরকার।বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং সাম্প্রতিক করোনা ভাইরাসে মৃত সকল শহীদদের স্মরণে এক মিনিটদাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেবট্রা সভাপতি মোহাম্মদ শাহ জাহান। নেবট্রা কার্যকরী কমিটির সদস্যদের মঞ্চে এনে পরিচিত করান নেবট্রা এর প্রধান উপদেষ্টা সাংবাদিক ফারুক জোশি। সভায় আরো বক্তব্য রাখেন কাউন্সিলার আব্দুল মালিক, আফজাল রব্বানী, শিপার মিয়া, মুমিন খান, দেলওয়ার হোসেন শিবলি প্রমুখ।

আলোচনা পর্বের সমাপনী বক্তব্যে  সিনিয়র সহসভাপতি এম জি কিবরিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সফল করার জন্যসংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান এবং আলোচনা পর্বের সমাপ্তি টানেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নেবট্রার সহ সভাপতি শিপার মিয়া এবং প্রশিক্ষণ সম্পাদকশামীম আমাদের যৌথ উপস্থাপনায় গান পরিবেশন করেন রোজি সরকার, গোলাম মোস্তফা এবং স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানেরশেষ পর্বে বিভিন্ন পদের মজাদার খাবার দিয়ে নৈশভোজ অনুষ্ঠিত হয়। — প্রেস বিজ্ঞপ্তি।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close