কমিউনিটি নিউজ

হানু মিয়ার মৃত্যুতে বাকার উদ্যোগে ব্রঙ্কসে মিলাদ ও দোয়া মাহফিল

লণ্ডন, ৮ মার্চ : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাসিম হাসনু ‘র বড়ভাই সদ্য প্রয়াত, ফেঞ্চুগন্জের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হান্নান হেনু মিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন গত ২৮ ফেব্রুয়ারী বাদ-মাগরিব ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজার মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে । এতে মোনাজাত পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। মরহুমের জন্যে সবার দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুম আব্দুল হান্নান হানুর ছোটভাই আব্দুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবুল লেইছ ও সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন।

দোয়া মাহফিলে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মুলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মনজুর চৌধুরী জগলুল, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি সেবুল খান মাহবুব, মোমেনুল ইসলাম, শারওযার আলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, কোষাধক্ষ্য শাহ বদরুজ্জামান রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি বোর্ড সাতের সদস্য এম ডি আলাউদ্দিন, প্রচার সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, কার্যকরী পরিষদ সদস্য এ করিম রনি, বাংলা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন চৌধুরী, কার্যকরী সদস্য শামীম উদ্দিন, জাকির আহমদ রিপন, ইস্কন্দর আলী মিন্টু, সালেহ আহমদ চৌধুরী সহ কমিউনিটির ও মরহুম হানু মিয়ার পুত্র জনাব এ জে জাবেদ আহমদ ও কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ফেঞ্চুগন্জের প্রবীন ব্যবসায়ী আব্দুল হান্নান হান্নু সম্প্রতি লিনক্সহিল হাসপাতালে মৃত্যু বরণ করেন । তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত অসুস্থতায় ভোগছিলেন ।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close