মনোয়ার বদরুদ্দোজাকে চিন্তাশীল মানুষ স্মরন রাখবে সব সময়
নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন “ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ” এর সভায় মানবাধিকার সংগঠক ও কর্মি মনোয়ার হোসেন বদরুদ্দোজাকে স্মরন করা হয়।
দীর্ঘদিন জটিল ক্যান্সার রোগে ভোগার পর গত ১১ডিসেম্বর’১৮ লন্ডনের সেন্ট বার্থালমো হসপিটালে তিনি ইন্তিকাল করেন।
১২ নভেম্বর “ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ “র চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড: হাসনাত হোসাইন এমবিই’র সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেটস আ ও ম অহিদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত অন্যান্য ডাইরেক্টার্স ও সুধীবৃন্দ মনোয়ার বদরুদ্দোজাকে শোষনহীন সমাজ প্রতিষ্ঠার একজন বিশ্বদর্শী কর্মি হিসেবে আখ্যায়িত করেন ।
তাঁরা বলেন, মনোয়ার হোসেন বদররুদ্দোজা ছিলেন চিন্তায় পরিচ্ছন্ন ও স্বভাবে ষ্পষ্ঠবাদী একজন মানুষ । তাঁর ভাবনার গভীরতা এবং পরিবর্তনের আকূলতা সকলকে ছুঁয়ে যেতো ।
বৃটিশ কমিউনিটিতে চিন্তাশীল মানুষ তাঁকে মনে রাখবে সব সময় ।
সভায় বক্তব্য রাখেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজএর ভাইস চেয়ারম্যান মাহিদুর রহমান ও মাহতাব মিয়া, ডাইরেক্টর ফর মিডিয়া কে এম আবু তাহের চৌধুরী,ডাইরেক্টর ফর কালচার এন্ড হ্যারিটেজ সৈয়দ নাদির দারাজ আজিজ, ডাইরেক্টর ফর একাডেমিক এ্যাফেয়ার্স মাওলানা আব্দুল কাদির সালেহ ডাইরেক্টর ও কমিউনিটি নেতা ড: আলম প্রমূখ ।
পরিশেষে মনোয়ার বদরুদ্দোজা সহ সকল অসুস্থ ও মৃতদের জন্য দোয়া করা হয় ।