খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কৃষক দল কোনাবাড়ী থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ২২ নভেম্বর : সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়ার রোদ মুক্তি কামনায় জাতীয়তাবাদীকৃষক দল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা কৃষক দলের আহবায়ক ওয়াসিম আহামেদ। প্রধানঅতিথি ছিলেন ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ী ইউনিয়ন বিএনপি (বিলুপ্ত)।
বক্তারা বলেন, শুধু মহানগরে নয়, থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন গড়ে তুলতে হবে। এখন সময়ের দাবী— এক দফারআন্দোলন। শেখ হাসিনার হাত থেকে বাঁচাতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদলেরসাবেক সভাপতি মো. খায়রুল হাসান মামুন। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এই ছাত্রদল নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীরআপনি ভূলে যাবেন না, আপনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ই করেদিয়েছেন। একটু কৃতজ্ঞ হন। বেগম জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করেন। না হলে ছাত্র- জনতা আপনারকে ক্ষমা করবে না।
আরো উপস্থিত ছিলেন সেলিম সরকার সিনিয়র যুগ্ম আহবায়ক, কোনাবাড়ী থানা শ্রমিক দল, সাধারন সম্পাদক কোনাবাড়ীইউনিয়ন (বিলুপ্ত) ছাত্রদল আজিজুল ইসলাম, সদস্য সচিব কোনাবাড়ী থানা যুবদল, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেকপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কোনাবাড়ী থানা বিএনপির আবু সালেহ, সহ সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল মো. কামালহোসেন যুগ্ম আহবায়ক কোনাবাড়ী থানা শ্রমিক দলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, কৃষক দলেরঅন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।