নিউজ

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আপাসেন লণ্ডন অফিস পরিদর্শন

অটিজম-বান্ধব সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ 

লণ্ডন, ৮ নভেম্বর : বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত ৫ নভেম্বর, শুক্রবার স্বনামধন্য চ্যারিটি প্রতিষ্ঠান আপাসেন-এর লণ্ডনস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য বাসযোগ্য একসমাজ বিনির্মাণে সবাইকে মানবিক হবার আহবান জানান। পররাষ্ট্র মন্ত্রী বলেন, অটিজম কোন রোগ নয়, বরং এটি একটিবিশেষ অবস্থা। এই ভিন্নতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রহণ করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। 

ড. মোমেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সমাজের মূল স্রোতে অন্তৰ্ভূক্ত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।আপাসেন ডে সেন্টার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি আপাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিতবিশেষায়িত স্কুল ও মডেল ডে সেন্টার কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধাননির্বাহী মাহমুদ হাসান এমবিই পররাষ্ট্র মন্ত্রীকে আপাসেন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 

অনাড়ম্বর এই অনুষ্ঠানে আপাসেনের ট্রাস্টি, কর্মকর্তা, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিসহ উপস্থিত ছিলেন টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, পররাষ্ট্র মন্ত্রীর অফিসের পরিচালক এমদাদ চৌধুরী ও বাংলাদেশ হাইকমিশনলন্ডনের কাউন্সেলর (রাজনীতি বিষয়ক) দেওয়ান মাহমুদ। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস আপাসেনের ৩৭ বছরের পথচলাকে ‘গৌরবময়’ অভিহিত করেসংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষেরবিশেষায়িত চাহিদা পূরণে আপাসেন ইন্টারন্যাশনাল শীঘ্রই আরো বিস্তৃত পরিসরে কাজ শুরু করতে যাচ্ছে। এ সময় বোর্ড অবট্রাস্টির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে সম্মাননাস্মারক প্রদান করেন মাহমুদ হাসান এমবিই।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close