মাল্টায় প্রবাসীদের সম্মাননা দিল ইপিবিএ
।।শামসুল ইসলাম।।
মাল্টায় বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে যে সকল বাংলাদেশীরা সর্বোচ্চ অবদান ও ভূমিকা রেখেছেন তাদের সম্মাননা দিয়েছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন -ইপিবিএ। দেশটির অভিজাত হোটেল গোল্ডেন টিউলিপ ভিভালদিতে আয়োজিত এক সভায় এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল আমিন কাউসার।
দপ্তর সম্পাদক আবু তাহিরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। এর পর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। শুরুতে উপস্থিতির উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন – আপেল আমিন কাউসার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ইপিবিএ এর মহাসচিত ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির, সহসভাপতি ডা. খলিলুল কাইয়ুম, সহসভাপতি জিকু বাদল, মাল্টার কমিউনিটি ব্যক্তিত্ব ডা. এস বি দাস, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, ইপিবিএ কার্যকরী কমিটির সদস্য লায়লা শাহ, ইপিবিএ ফ্রান্স এর সেক্রেটারী শাহাদত হোসেন সাইফুল, মাসুদুর রহমান তুহিন, শাহরিয়ার শাকু, মনোয়ার ক্লার্ক, অল ইউরোপিয়ান প্রেসক্লাবের সেক্রেটারী বকুল খান, হেলাল আহমেদ। এ সময় মালটা প্রবাসীদের সমস্যাদি তুলে ধরেন মাল্টা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাস।