কমিউনিটি নিউজ

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের জরুরী সভা অনুষ্ঠিত, সাংবাদিক সামসুর সুমেলের উপর হামলাকারীর অবিলম্বে শাস্তি দাবি

লণ্ডন, ১২ সেপ্টম্বর : গত ২ অক্টোবর, শনিবার জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র কার্যকরী কমিটির এক জরুরি সভা পূর্ব লণ্ডনে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান  বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তি ব্যাক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী। এতে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট লেখক অধ্যাপক রায়হান আহমেদ, ট্রেজারার খান জামাল নুরুল ইসলাম, প্রেস-মিডিয়া সম্পাদক সাংবাদিক সৈয়দ জহুরুল হক, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক রফিক আহমদ রফিক, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, ফারুক আহমদ প্রমুখ।

সভায় সরবসম্মতি ক্রমে আগামী ১৪ই নভেম্বর সংস্থার বিজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উপলক্ষে সদস্যদের সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য দরখাস্ত’র শেষ তারিখ নিরর্ধারণ করা হয় ২২ সেপ্টেম্বর। সম্মেলন উপলক্ষে একটি সংকলন প্রকাশেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার কার্যক্রম দোয়ার মাধ্যমে শেষ হয়। এতে চলমান কভিড মহামারীতে যেসব সাংবাদিক ও তাদের পরিবার অসুস্থ হয়েছিলেন বা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, বিশেষ করে সাংবাদিক বদরুজ্জামান বাবুলের মা’য়ের মৃত্যুতে তিনির আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। সভায় বক্তারা দেশে বিদেশে সাংবাদিক নাজেহাল ও আহত – নিহতে উদ্বেগ প্রকাশ  করেন। বিশেষ করে সম্প্রতি পূর্ব লণ্ডনে একজন তরুণ প্রজন্মের সাংবাদিক’ এস এম সামসুর রহমান সুমেলের উপর অতর্কিত হামলার নিন্দা ও অতি সত্বর এর বিচারের দাবি জানানো হয়।
– প্রেস বিজ্ঞপ্তি।

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close